১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদুরোকে তুলে আনতে অংশ নেয় যুক্তরাষ্ট্রের যে বিশেষায়িত বাহিনী

ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক অভিযানের মধ্য দিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনই দাবি করেছেন। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই উচ্চঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল অভিযানটি পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বিশেষায়িত ইউনিট—‘ডেল্টা ফোর্স’।

অভিযানের সময় রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলার বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে মার্কিন বাহিনীর আঘাতের ইঙ্গিত দেয়। সিবিএস নিউজ জানায়, পুরো অপারেশনটি ডেল্টা ফোর্সের নেতৃত্বেই সম্পন্ন হয়েছে।

ডেল্টা ফোর্স কী
ডেল্টা ফোর্স প্রতিষ্ঠিত হয় ১৯৭৭ সালে এবং এর ঘাঁটি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে অবস্থিত। এটি মার্কিন সেনাবাহিনীর সবচেয়ে অভিজাত ও গোপন বিশেষ বাহিনীগুলোর একটি। ইউনিটটি ইউএস আর্মি স্পেশাল অপারেশনস কমান্ডের অধীনে কাজ করে এবং সরাসরি জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডের (জেএসওসি) কাছে জবাবদিহি করে। ডেল্টা ফোর্সের আনুষ্ঠানিক নাম হলো ফার্স্ট স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট বা ডেল্টা।

এই বাহিনীর কাঠামো গড়ে তোলা হয়েছে ব্রিটিশ স্পেশাল এয়ার সার্ভিস (২২তম এসএএস রেজিমেন্ট) অনুসরণ করে। ডেল্টা ফোর্সের প্রতিষ্ঠাতা কর্নেল চার্লস বেকউইথ ব্রিটিশ এসএএস থেকে অনুপ্রাণিত হয়েই ইউনিটটি গঠন করেন। কাজের গুরুত্ব ও চরম গোপনীয়তার কারণে ডেল্টা ফোর্সকে বিভিন্ন সময় আর্মি কম্পার্টমেন্টেড এলিমেন্টস (এসিই), কমব্যাট অ্যাপ্লিকেশনস গ্রুপ (সিএজি) বা সংক্ষেপে ডেল্টা নামেও উল্লেখ করা হয়েছে।

এই বাহিনীর কাঠামো গড়ে তোলা হয়েছে ব্রিটিশ স্পেশাল এয়ার সার্ভিস (২২তম এসএএস রেজিমেন্ট) অনুসরণ করে। ডেল্টা ফোর্সের প্রতিষ্ঠাতা কর্নেল চার্লস বেকউইথ ব্রিটিশ এসএএস থেকে অনুপ্রাণিত হয়েই ইউনিটটি গঠন করেন। কাজের গুরুত্ব ও চরম গোপনীয়তার কারণে ডেল্টা ফোর্সকে বিভিন্ন সময় আর্মি কম্পার্টমেন্টেড এলিমেন্টস (এসিই), কমব্যাট অ্যাপ্লিকেশনস গ্রুপ (সিএজি) বা সংক্ষেপে ডেল্টা নামেও উল্লেখ করা হয়েছে।