এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারতের বিপক্ষে আজ মাঠে নামবে টাইগাররা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। অনুশীলনে চোট পেয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ব্যাটিং অনুশীলনের সময় স্কয়ার কাট করতে গিয়ে কোমরের বাঁ পাশের পেশিতে টান লাগে তার। সঙ্গে সঙ্গে দলের ফিজিও বায়েজিদ উল ইসলাম প্রাথমিক চিকিৎসা দিলেও এরপর আর অনুশীলনে ফিরতে পারেননি লিটন। এখনো তার ইনজুরি কতটা গুরুতর সে বিষয়ে টিম ম্যানেজমেন্ট কোনো আনুষ্ঠানিক আপডেট দেয়নি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে এবং পরদিন (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এমন গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে অধিনায়কের চোট পুরো দলকে শঙ্কায় ফেলেছে।
এশিয়া কাপে এখন পর্যন্ত চার ম্যাচে লিটন দাস ব্যাট হাতে করেছেন ১১৯ রান, গড় ২৯.৭৫ এবং স্ট্রাইক রেট ১২৯.৩৪। ফলে ভারতের বিপক্ষে ম্যাচে তার অনুপস্থিতি হলে টাইগারদের ব্যাটিং অর্ডারে বড় ধাক্কা লাগতে পারে।