‘ম্যায় হু না’, ‘কাল হো না হো’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-এর মত অসখ্য জনপ্রিয় বলিউড সিনেমার অভিনেতা সতীশ শাহ মারা গেছেন।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন তিনি।
ভারতীয় গণমাধ্যম মিড-ডে জানিয়েছে, কিছুদিন ধরেই বাসায় চিকিৎসা নিচ্ছিলেন সতীশ। শনিবার সকালে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাঁকে, কিন্তু চিকিৎসকেরা আর বাঁচাতে পারেননি। আপাতত তাঁর মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। আগামীকাল (রোববার) সম্পন্ন হবে শেষকৃত্য।
চার দশকেরও বেশি সময় ধরে অভিনয়জীবনে দর্শকদের মন জয় করেছেন সতীশ শাহ। টেলিভিশন ও চলচ্চিত্র-দুই মাধ্যমেই সমান দক্ষতায় অভিনয় করেছেন তিনি। ১৯৮৩ সালে ‘জানে ভি দো ইয়ারো’ ছবিতে তাঁর দুর্দান্ত অভিনয়ই এনে দেয় প্রথম বড় স্বীকৃতি। তবে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় কাজ নিঃসন্দেহে সারাভাই ভার্সেস সারাভাই—যেখানে ইন্দ্রভার্দন সারাভাই চরিত্রে তাঁর অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে।
সতীশ শাহর উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে-‘হাম সাথ-সাথ হ্যায়, ‘ম্যায় হু না’, ‘কাল হো না হো’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘ওম শান্তি ওম’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘কহো না প্যায়ার হ্যায়’ অন্যতম।
দীর্ঘ কর্মজীবনে সতীশ শাহ ছিলেন বলিউডের অন্যতম প্রাণবন্ত ও হাস্যরসিক মুখ। তাঁর মৃত্যুতে ভক্ত ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানাচ্ছেন।