কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের নামাজে যাওয়ার পথে ট্রাকচাপায় শাহজালাল (২৫) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কের চান্দিশকরা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজালাল চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা গ্রামের মফিজ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। অসুস্থতার কারণে সম্প্রতি দেশে ফেরেন।
নিহতের বড় ভাই শাহাদাত বলেন, “আমার ভাই প্রবাসে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য দেশে আসে। ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) লিটন বলেন, “নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।