বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার ও আধুনিকায়নের লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা আরও গভীর হচ্ছে। এরই ধারাবাহিকতায় পাকিস্তান বিমানবাহিনীর প্রধানের সঙ্গে দেশটির আলোচিত যুদ্ধবিমান জেএফ-১৭ থান্ডার সম্ভাব্য ক্রয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বাংলাদেশের বিমানবাহিনীর প্রধান।
মঙ্গলবার (৬ জানুয়ারি) পাকিস্তান সামরিক বাহিনীর জনসংযোগ পরিদফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ইসলামাবাদে পাকিস্তান বিমানবাহিনীর এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধুর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে পরিচালনগত সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়।
বৈঠকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান সম্ভাব্য ক্রয় নিয়েও ‘বিস্তারিত আলোচনা’ হয়। চীনের প্রযুক্তি সহায়তা নিয়ে পাকিস্তান যৌথভাবে এই মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফট তৈরি করেছে।
বাংলাদেশকে সুপার মুশশাক ট্রেইনার বিমান দ্রুত সরবরাহ করার এবং সম্পূর্ণ প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদি সহায়তার ব্যবস্থা করারও প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান।
জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান চীন ও পাকিস্তানের যৌথভাবে নির্মিত। গত বছর মে মাসে ভারতের সঙ্গে সংঘাতে এই যুদ্ধবিমানটি সক্ষমতা দেখিয়েছে পাকিস্তান।