২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক
কাতারে হামলার নিন্দা

নেতানিয়াহুকে ‘হিটলারের আত্মীয়’ আখ্যা এরদোগানের

নেতানিয়াহুকে ‘হিটলারের আত্মীয়’ আখ্যা এরদোগানের

কাতারে হামাসের আলোচক দলের ওপর ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘হিটলারের আত্মীয়স্বরূপ’ আখ্যা দিয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দোহা সফর শেষে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান বলেন, আলোচক দলের ওপর ইসরাইলি হামলা আন্তর্জাতিক শৃঙ্খলা ও আইনকে প্রকাশ্য চ্যালেঞ্জ। তার ভাষায়, ইসরাইলি নেতৃত্ব তাদের উগ্র মতাদর্শকে “ফ্যাসিবাদী হত্যাযজ্ঞের নেটওয়ার্কে” পরিণত করেছে।

লিবিয়া প্রসঙ্গে এরদোগান জানান, আঙ্কারা শুরু থেকেই ত্রিপোলির বৈধ সরকারকে সমর্থন দিয়ে আসছে, পাশাপাশি পূর্ব লিবিয়ার সঙ্গেও কূটনৈতিক চ্যানেল খোলার চেষ্টা করছে। তার মতে, এটি তুরস্কের “বহুমাত্রিক কূটনীতি ও আঞ্চলিক শান্তির প্রতিশ্রুতির” প্রতিফলন।

তিনি আরও বলেন, বেনগাজি প্রশাসন যদি ত্রিপোলির সঙ্গে স্বাক্ষরিত সমুদ্রসীমা চুক্তিকে অনুমোদন করে, তবে তা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে একটি বড় অর্জন হবে।

এ ছাড়া পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিন স্বীকৃতিকে স্বাগত জানিয়ে এরদোগান আশা প্রকাশ করেন, এতে ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।