২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দাবি পূরণ না হলে এশিয়া কাপ বয়কট করবে পাকিস্তান!

ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার প্রভাব এবার আছড়ে পড়েছে ক্রিকেট মাঠেও। এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দনে অস্বীকৃতি জানান ভারতীয় ক্রিকেটাররা, যা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি টুর্নামেন্ট বয়কটের হুমকি দিয়েছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) টসের সময় পাকিস্তান অধিনায়ক সালামান আলী ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাতে গেলে সাড়া দেননি তিনি। ম্যাচ হারের পাকিস্তানি ক্রিকেটাররা হাত মেলাতে এগিয়ে এলেও ভারতীয়রা কোনো সাড়া দেননি। বরং সূর্যকুমার যাদব ও শিভম দুবে মাঠ ছাড়ার পরপরই ভারতীয় ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেওয়া হয়।

এই ঘটনার পর ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে ভারতীয় দলের বিরুদ্ধে অভিযোগ জানায় পাকিস্তান। কিন্তু একদিন পার হয়ে গেলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি তিনি। তাই এবার পাইক্রফটকেই প্রত্যাহারের জন্য আইসিসির কাছে অভিযোগ করেছে পিসিবি।

পিসিবি অভিযোগ, পাইক্রফট তার কর্তৃত্ব লঙ্ঘন করেছেন। টসের সময় সূর্যকুমার যাদবকে সালমানের সঙ্গে করমর্দন না করার নির্দেশ দিয়েছিলেন তিনি, যা মূলত একটি দলের পক্ষ নেওয়া। এটি আইসিসির আচরণবিধি এবং ক্রিকেটের চেতনা সম্পর্কিত এমসিসি আইন লঙ্ঘনের সামিল।

তাই এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারিকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সোমবার (১৫ সেপ্টেম্বর) একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই কথা বলেনি তিনি।