আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দলের সঙ্গে জোটবদ্ধ না হয়ে এককভাবে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় দলটি।
ইসলামী আন্দোলনের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ২৬৮ আসনে এককভাবে নির্বাচন করবেন। বাকি ৩২ আসনে নীতি আদর্শে মেলে এমন প্রার্থীকে সমর্থন দেওয়া হবে।
তিনি বলেন, ইসলামপন্থী জনগণের সঙ্গে আমরা প্রতারণা করতে পারিনি। আমাদের লক্ষ্য অর্জিত না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ইসলাম পক্ষের একটি বাক্সকে আমাদের রক্ষা করতে হবে।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দলের একজন প্রার্থীও মনোনয়ন প্রত্যাহার করবে না। কারণ জামায়াতের ইসলামীর জনশক্তি বেশি। কিন্তু ইসলামী আন্দোলনের কাছে আর্দশ বেশি গুরুত্বপুর্ণ।