১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চলতি বছরে ১২০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি

বসবাসের অনুমতি না থাকায় চলতি বছরে ১২০ জনেরও বেশি বাংলাদেশি নাগরিককে ইতালি থেকে বাংলাদেশে প্রত্যাবাসিত করা হয়েছে। ঢাকার ইতালি দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়েছে, গত ৩১ অক্টোবর বসবাসের অনুমতি না থাকার কারণে ৪ জনকে ফেরত পাঠানো হয়েছে; তাদের মধ্যে ২ জন এক মাস আগে লিবিয়া থেকে ভিসা ছাড়া ইতালিতে এসেছিলেন।

দূতাবাস জানিয়েছে যে, দালালদের মাধ্যমে সঠিক ভিসা ছাড়া বা জাল কাগজপত্র দিয়ে ইতালিতে প্রবেশ অবৈধ; এর ফল হিসেবে প্রত্যাবাসন প্রক্রিয়া কার্যকর হবে। ২০২৫ সালের মধ্যে ইতিমধ্যেই ১২০ জনেরও বেশি বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে।

আগেই সেপ্টেম্বরের মধ্যে ১৭ জনকে এফআরওএনআরইএক্সের সহযোগিতায় ফিরিয়ে পাঠানো হয়েছিল—মানবাধিকার বজায় রেখে এবং ইউরোপীয় প্রতিশ্রুতি মেনে চলা হয়েছে বলে দূতাবাস জানিয়েছে। যারা লিবিয়া থেকে নৌকায় অবৈধভাবে আসেন বা ভুয়া কাগজপত্র ব্যবহার করেন, তাদের প্রতি প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গেই অন্তত ৩ বছরের জন্য ইটালি ও অন্যান্য ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানানো হয়েছে।