প্রথমবারের মতো এশিয়া কাপ খেলতে এসে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরেছে ওমান। মাত্র ৯৩ রানেই ঘায়েল হয়েছে তারা। ১৬১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নামা ওমানকে ১৬.৪ ওভারে তারা অলআউট করে দিয়েছে ৬৭ রানে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) টসে জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রান করতে পেরেছে মূলত মোহাম্মদ হারিসের ইনিংসে ভর করে। ওমানের বিপক্ষে ৩২ বলেই ৫০ ছুঁয়েছেন তিনি।
তবে ইনিংসের দ্বিতীয় বলেই শাহ ফয়সালের বলে এলবিডব্লু হন সাইম আইয়ুব। এরপর ৩ নম্বরে ব্যাট করতে নেমে হারিসই হয়ে ওঠেন পাকিস্তানের ত্রাতা। সর্বশেষ ১১ ম্যাচে মাত্র ৪৪ রান করা এই ডানহাতি ব্যাটসম্যান শেষ পর্যন্ত ইনিংসের ১৩তম ওভারে আমির কলিমের স্পিনে যখন বোল্ড হন, নামের পাশে তখন ৪৩ বলে ৬৬ রান। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। ২০ ওভারে ৭ উইকেটে পাকিস্তান তুলতে পারে ১৬০ রান। ওমানের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন কলিম ও ফয়সাল।
পাকিস্তান: ২০ ওভারে ১৬০/৭ (হারিস ৬৬, ফারহান ২৯, ফখর ২৩*, নেওয়াজ ১৯; কলিম ৩/৩১, ফয়সাল ৩/৩৪, নাদিম ১/২৩)।
ওমান: ৩ ওভারে ২৪/১ (হামাদ ২৭, কলিম ১৩; ফাহিম ২/৬, মুকিম ২/৭, আইয়ুব ২/৮, আবরার ১/১২, নেওয়াজ ১/১৩, আফ্রিদি ১/২০)।
ফল: পাকিস্তান ৯৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ হারিস (পাকিস্তান)।