১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঐহিত্যবাহী দেওবন্দ মাদরাসা পরিদর্শন করলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী

উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দ পরিদর্শন করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী।

শনিবার (১১ অক্টোবর) সকালে তিনি সড়কপথে দেওবন্দ মাদরাসা পরিদর্শনে গেছেন।

প্রায় পাঁচ ঘণ্টা সেখানে অবস্থান করবেন বলে জানা গেছে।

দেওবন্দ অবস্থানকালে মুত্তাকি প্রতিষ্ঠানটির পরিচালক মুফতী আবুল কাসেম নোমানী এবং ভারতের জমিয়াতে উলেমাইয়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানিসহ শীর্ষ ইসলামি আলেমদের সঙ্গে বৈঠক করবেন

এছাড়া তিনি দারুল উলূমের ক্যাম্পাস পরিদর্শন করবেন এবং শিক্ষক ও পরিচালকদের সঙ্গে মতবিনিময় করবেন।

উল্লেখ্য; মাওলানা আমির খান মুত্তাকি ৭ দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে ভারত রয়েছেন।

সূত্র : এনডিটিভি