দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে ইরানজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ ভয়াবহ রূপ নিয়েছে। গত ১৩ দিনে আন্দোলন দমনে সরকারের কঠোর অবস্থান এবং সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দেওয়া তথ্যমতে, নিহতদের মধ্যে ৪৮ জন বিক্ষোভকারী এবং ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।
ইরানি রিয়ালের নজিরবিহীন দরপতন এবং নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হওয়ায় গত ২৮ ডিসেম্বর তেহরান থেকে এই বিক্ষোভের সূত্রপাত হয়। বর্তমানে এটি রাজনৈতিক আন্দোলনে রূপ নিয়েছে, যেখানে বিক্ষোভকারীরা সরাসরি সরকার পতনের ডাক দিচ্ছেন। রাজধানীসহ দেশটির ৩১টি প্রদেশের শতাধিক শহরে শিক্ষার্থী ও নারীরা রাস্তায় নেমে এসেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইরান সরকার দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা এইচআরএএনএ (HRANA) জানিয়েছে, এ পর্যন্ত ২ হাজার ২৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নরওয়েভিত্তিক সংস্থা আইএইচআর (IHR) জানিয়েছে, নিহত বিক্ষোভকারীদের মধ্যে অন্তত ৯টি শিশু রয়েছে। মেট্রো স্টেশন, ব্যাংক ও রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে অগ্নিসংযোগের খবর পাওয়া গেলেও ইন্টারনেট না থাকায় প্রকৃত চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে।