সম্প্রতি আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৮ সেপ্টেম্বর লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা সেটি ফেরানোর চেষ্টা করছি—এটা হয়তো ছোটখাটো এক ধরনের ব্রেকিং নিউজ হতে পারে।”
ট্রাম্পের এই উস্কানিমূলক বক্তব্যের জবাব দিয়েছেন ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। তিনি বলেন, আফগানরা ইতিহাসে কখনো বিদেশি সেনা উপস্থিতি মেনে নেয়নি। ভবিষ্যতেও নেবে না।
এ বিষয়ে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা জাকির জালালি এক্স-বার্তায় লিখেছেন, “আফগানরা ইতিহাসে কখনো বিদেশি সেনার উপস্থিতি মেনে নেয়নি। দোহা আলোচনা ও চুক্তিতেও এ সম্ভাবনাকে একেবারে বাদ দেওয়া হয়েছিল। তবে ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার দরজা খোলা আছে।”
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বার্তা সংস্থা পাজক আফগান নিউজের প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।
জাকির জালালি আরও বলেন, আফগানিস্তান ও আমেরিকা চাইলে পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখতে পারে। দুই দেশ পারস্পরিক সম্মান ও যৌথ স্বার্থের ভিত্তিতে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক বজায় রাখতে পারে; তবে কোনোভাবেই আফগানিস্তানের ভেতরে মার্কিন সেনা উপস্থিতি গ্রহণযোগ্য নয়। আমরা সেটা মেনে নেব না।
সূত্র : পাজক আফগানি নিউজ