লিসবন প্রতিনিধি: আলফালিস একাডেমির উদ্যোগে পর্তুগিজ ভাষা শিক্ষা কোর্সের A1 ও A2 স্তর সম্পন্নকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) ২০২৫ বিকেল ৬:০০ টায় পর্তুগালের রাজধানী লিসবনের PBCCI মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (PBCCI) সম্মানিত প্রেসিডেন্ট জনাব আবদুল আহাদ সালমান। উদ্বোধনী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সেক্রেটারি জেনারেল জনাব ইঞ্জিনিয়ার মো. শফিক ইসলাম শফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদেইরা সাবেক জাইন্তা প্রেসিডেন্ট ও PBCCI-এর জেনারেল অ্যাসেম্বলি প্রেসিডেন্ট জোসে রুই দা কস্তা কারভালহো এবং মারিয়া ইনেস সান্তানা দো রোজারিও কারভালহো।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি জনাব আবদুল আহাদ সালমান বলেন,
“পর্তুগালে বসবাস ও কর্মসংস্থানের ক্ষেত্রে পর্তুগিজ ভাষা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি দেশের সংস্কৃতি ও সুযোগকে কাছে নিয়ে যাওয়ার সেতুবন্ধন। আলফালিস একাডেমির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আজ যারা A1 ও A2 স্তর সম্পন্ন করে সার্টিফিকেট অর্জন করেছে, তারা ভবিষ্যতে আরও আত্মবিশ্বাসের সঙ্গে সমাজ ও কর্মক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে।”
উদ্বোধনী অতিথির বক্তব্যে সেক্রেটারি জেনারেল জনাব ইঞ্জিনিয়ার মো. শফিক ইসলাম শফিক বলেন,
“ভাষা শিক্ষার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা পর্তুগিজ সমাজের মূলধারার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হতে পারবে। আলফালিস একাডেমির এ উদ্যোগ প্রবাসী কমিউনিটির দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে প্রবাসী ব্যবসায়ী নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন লিসবনের বিশিষ্ট ব্যবসায়ী জনাব সাহেদুজ্জামান মোল্লা, আল-আকসা গ্রুপের সিইও জনাব মো. জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব নাসির উদ্দীন, MYNZTrip-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী জনাব ইঞ্জিনিয়ার মাসুদ খান, আলমদিনা টেলিকম লিমিটেড (লিসবন)-এর সিইও জনাব সানি রাহমান সুমন এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব শাহাদাত হোসেন। জনাব ইমরান খান। জনাব রায়হান উদ্দিন তারা সবাই পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে আলফালিস একাডেমির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানের শেষপর্বে অতিথিবৃন্দ আলফালিস একাডেমির পর্তুগিজ ভাষা কোর্সের A1 ও A2 স্তর সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।
উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।