২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এবং একটি ছাগলের গল্প!

শেখ আশরাফুল ইসলাম

একবার এক চতুর গেরস্ত তার ছাগলকে বোকা একজন ক্রেতার কাছে এই বলে বিক্রি করে যে, ছাগলটি ইংরেজিতে কথা বলতে পারে। প্রমাণস্বরুপ তিনি ছাগলের গায়ে জোরে আঘাত করে জিজ্ঞেস করলেন, এই ছাগল! বলতো ইংরেজি মাস এপ্রিলের পরে কী? ছাগল উত্তর দেয়, ম্যাঁ… (মে)। এবার বলতো জুনের আগে কোন মাস? এবারও একই উত্তর, ম্যাঁ… (মে)।

বোকা ক্রেতা বাড়ি এসে সবাইকে জড়ো করলেন তার ‘শিক্ষিত’ ছাগল দেখানোর জন্য। এবার ছাগলের গায়ে লাথি দিয়ে তিনি বললেন, এই ছাগল বল তো জানুয়ারির পর কী মাস? ছাগল বলে, ম্যাঁ…। ফেব্রুয়ারির পর কী মাস? এবারও উত্তর ম্যাঁ…। তিনি বুঝলেন আসলে তাকে ঠকানো হয়েছে।

বেশকিছুদিন আগে খুব বিব্রতকর একটা পরিস্থিতির শিকার হয়েছিলাম আমি। অনলাইন সম্বন্ধে বিলকুল না বুঝা এক মুহতারাম আমাকে বললেন, কী যেনো একটা আছে (এআই), সেটা দিয়ে নাকি ঘন্টায় বিশটা নিউজ অনুবাদ করে ফেলা যায়। আপনি তাহলে অনুবাদক খোঁজেন কেন? কীসের নিউজরুম না কী; সেটাতেই বা এত লোক লাগে কেন? বুঝলাম এই বিষ কেউ তাকে বিষ প্রয়োগ করেছে।

পরে একদিন সেই বিষ প্রয়োগকারীর সাথেও আমার বসার সুযোগ হলো। ব্যবস্থা করে দিলেন সেই মাওলানা সাহেবই।উনারই ভাতিজা। যতটুকু বুঝলাম, তিনি নিউজের ব্যাপারে কিছুই জানেন না। বলা যায় ধারণামাত্র নেই। আমি  উনাকে বললাম, মনে করেন আমি আপনাকে বাজার থেকে মাছ-মসলা সব এনে দিয়েছি। কোনোদিন আপনি রান্না করেন নাই। কিন্তু জানেন, মসলা মিশিয়ে আগুনে সেদ্ধ করলেই রান্না হয়ে যায়। এবার বলুন তো, আপনার রান্না খেয়ে আমার পেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে কি-না?

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) আপনাকে সব ইনগ্রেডিয়েন্স জোগাড় করে দেবে। কিন্তু রান্নাটা করতে হবে আপনাকেই। এজন্য আপনাকে রাঁধুনি হতে হবে। অর্থাৎ একটা নিউজ এআই আপনাকে অনুবাদ করে দিতে পারে, সেটাকে সঠিক নিয়ম মেনে সম্পাদনার মাধ্যমে প্রাণবন্ত করে তোলার কাজটা করতে হবে একজন পেশাদার অনুবাদককে। নিউজ অনুবাদের বিষয় হলে সাংবাদিক হতে হবে আর সাহিত্য সম্পাদনা হলে সাহিত্যিক।

এআই মূলত আমাদেরকে নির্দিষ্ট তথ্য-উপাত্য প্রোভাইড করে। যেসব বহু কাল ধরে মানুষ তার মস্তিষ্ক ব্যবহার করে ইন্টারনেটে জমা করেছে। এআই কোনোকিছু সৃষ্টির ক্ষমতা রাখে না। সৃজনশীলতা একমাত্র মানুষের মস্তিষ্কে সংরক্ষিত। যেটা আল্লাহ প্রদত্ত।

ধরুন আপনি এআইকে বললেন, জীবনে সুখি হওয়ার জন্য কী প্রয়োজন? সে আপনাকে লম্বা একটা নীতিবাক্যের লিস্ট ধরিয়ে দেবে। এই নীতিবাক্যগুলো মানুষের।

অতএব, যারা এআই’কে মানুষের বিকল্প ভাবছে, অচিরেই সেই ছাগল ক্রেতার মতো অবস্থা হবে তাদের; এতটুকুন বলাই যায়।

লেখক : সাংবাদিক