২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি উলামা প্রতিনিধি দলের বৈঠক

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে সফররত বাংলাদেশি শীর্ষ আলেমদের একটি প্রতিনিধি দল দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশি উলামা প্রতিনিধি দলে ছিলেন— মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আব্দুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মামুনুল হক, মাওলানা মনির হোসাইন কাসেমী, মাওলানা মাহবুবুল্লাহ কাসেমী ও মুফতি মুহাম্মদ হিদায়াতুল্লাহ।

সফরের আয়োজন ও ব্যবস্থাপনা করেছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা প্রস্পার আফগানিস্তান। যুদ্ধোত্তর আফগানিস্তানে সংহতি ও উন্নয়নকে এগিয়ে নিতে কাজ করা এ সংস্থা দীর্ঘদিন ধরে আলেম, চিকিৎসক ও বিশেষজ্ঞদের প্রতিনিধি দল দেশটিতে নিয়ে যাচ্ছে। বাংলাদেশি আলেমদের এবারের সফরও তাদের ব্যবস্থাপনাতেই হয়েছে।

আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী বাংলাদেশি প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন হলে স্বাভাবিকভাবেই বাণিজ্য বৃদ্ধি পাবে। বাংলাদেশ থেকে যে আগ্রহ প্রকাশ করা হয়েছে, তা আমাদের উৎসাহিত করেছে। তিনি আফগানিস্তানের তুলা, কার্পেট, শুকনো ফল, মার্বেলসহ বহুবিধ খাতে ব্যবসার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন। আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশি ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল কাবুল সফরে আসবেন বলেও তিনি জানান।

কূটনৈতিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, আফগানিস্তানের প্রায় সব আঞ্চলিক দেশের সঙ্গে ইতোমধ্যেই সম্পর্ক স্থাপন হয়েছে, তবে বাংলাদেশ এখনো সেই তালিকার বাইরে। এ বিষয়ে সফররত উলামাদের দেশে ফিরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশি প্রতিনিধিরা আফগান সরকারের আতিথেয়তার প্রশংসা করে আশা প্রকাশ করেন যে, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে আরও নিয়মিত ও ফলপ্রসূ সম্পর্কের সূচনা হবে।

মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ বলেন, এই সফর একটি নতুন দুয়ার খুলে দিল। দীর্ঘদিনের ইচ্ছা ছিল পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকীর সঙ্গে সাক্ষাৎ করার, আজ তা পূর্ণ হলো। আমরা তাঁকে বাংলাদেশের আসন্ন খাতমে নুবুওয়াত সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছি।

প্রতিনিধি দলের কর্মসূচির অংশ হিসেবে তারা কাবুলে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সিভিল সোসাইটি নেতাদের সঙ্গে বৈঠক করবেন।