১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

২ লাখ আফগান নাগরিকের কর্মসংস্থান করতে প্রস্তুত ইরান

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ২ লাখ নাগরিককে শ্রমভিসা দেওয়ার অঙ্গীকার করেছে ইরান। সম্প্রতি কাবুল সফররত এক ইরানি প্রতিনিধিদল আফগান কর্মকর্তাদের এই আশ্বাস প্রদান করে।

বুধবার (৭ জানুয়ারি) এ বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র সামিউল্লাহ ইব্রাহিমি।

তিনি আরো জানান, দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া চলমান রয়েছে, যার মাধ্যমে আফগান শ্রমিকদের আইনগতভাবে ইরানে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হবে।

তিনি বলেন, “বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, এর মধ্যে আফগান শ্রমিকদের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। চলতি বছরে ইরানি নিয়োগকর্তারা আফগান শ্রমিকদের জন্য দুই লাখ কর্মভিসা ইস্যু করবেন।”

শুধু ইরান নয়, কাতার, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ওমানের সঙ্গেও আফগান শ্রমিকদের জন্য বৈধ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে যোগাযোগ রাখছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

অর্থনৈতিক বিশ্লেষক আবদুল জুহুর মুদাবের বলেন,
“বর্তমানে দেশে বেকারত্বের হার অত্যন্ত বেশি। এই প্রেক্ষাপটে শ্রমিকদের বিদেশে পাঠানো একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তবে দীর্ঘমেয়াদে দেশীয় অর্থনীতির উন্নয়নে দেশের ভেতরেই মানবসম্পদ ব্যবহার করাই বেশি লাভজনক।”

সংশ্লিষ্ট মহল মনে করছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে আফগানিস্তানের বেকার সমস্যা কিছুটা হলেও প্রশমিত হবে এবং দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের পথ আরও সুগম হবে।

সূত্র: তোলো নিউজ