১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরিয়ার প্রেসিডেন্টের উপর থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাহার

সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এ সিদ্ধান্তের ফলে আগামী সপ্তাহে তার নির্ধারিত হোয়াইট হাউস সফরে আর কোনো বাধা থাকছে না।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) আমেরিকার প্রস্তাবিত খসড়া প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪টিই প্রস্তাবের পক্ষে ছিল। ভোট দেয়া থেকে বিরত ছিল কেবল চীন। প্রেসিডেন্টের পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

প্রেসিডেন্ট শারার আসন্ন মার্কিন আমেরিকা সফরের আগেই নেয়া হলো এমন সিদ্ধান্ত।

আগামী সোমবার (১০ নভেম্বর) প্রথম কোনো সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে যাবেন তিনি।