২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

সন্ত্রাস করে হাসিনার বিচার বাধাগ্রস্ত করা যাবে না:এনসিপি নেতা আখতার

সন্ত্রাস করে হাসিনার বিচার বাধাগ্রস্ত করা যাবে না:এনসিপি নেতা আখতার

সন্ত্রাস করে হাসিনার বিচার বাধাগ্রস্ত করা যাবে না বলে হুশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

তিনি বলেন, শেখ হাসিনার গুলি আমাদের দমাতে পারেনি, আওয়ামী লীগের সন্ত্রাসী ও ফ্যাসিবাদের হামলা আমাদের দমাতে পারবে না। বাংলাদেশের মাটিতে স্বৈরাচার ও গণহত্যাকারী শেখ হাসিনার বিচার অবশ্যই হবে।

স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) আমেরিকায় পৌঁছালে জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হন এনসিপির নেতারা।

বিমানবন্দর থেকে শহরের গ্রান্ড হায়াত হোটেলের সামনেও জড়ো হয়ে বিক্ষোভ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

একই সময়ে সেখানে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরাও জড়ো হয়ে শেখ হাসিনার বিচারের দাবি করে স্লোগান দেন।