শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক পছন্দ করা সম্ভব নয় বলে নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (৭ অক্টোবর) প্রতীক বাছাইয়ে ইসির পাঠানো চিঠির জবাবে দলটি এ মত জানিয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর ইসির পাঠানো চিঠিতে এনসিপিকে শাপলা বাদে ৫০টি প্রতীকের তালিকা থেকে একটি প্রতীক বেছে নিতে বলা হয়। আজ মঙ্গলবার এনসিপি ই-মেইলে জবাব পাঠিয়ে জানায়— শাপলা প্রতীকই আমাদের গণমানুষের সঙ্গে সংযোগের প্রতীক; এটি ছাড়া অন্য কোনো প্রতীক বেছে নেওয়া সম্ভব নয়।
এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, শাপলা প্রতীক আমাদের শুভাকাঙ্ক্ষী, সমর্থক, কর্মী, নেতৃবৃন্দ ও দেশের জনগণের মধ্যে গভীর বন্ধন তৈরি করেছে। দেশের মানুষের ভালোবাসাকে উপেক্ষা করার ক্ষমতা আমাদের নেই।
এনসিপি আরও জানায়, শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের কোনো আইনি ভিত্তি দ্বারা গঠিত নয়। বরং এটি এনসিপির প্রতি কমিশনের বিরূপ মনোভাব ও স্বেচ্ছাচারী দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ।
চিঠিতে দলটি দাবি করে, ইসির এ আচরণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা ও সদিচ্ছাকে প্রশ্নবিদ্ধ করছে।