ভারতে শব্দদূষণের অজুহাত দেখিয়ে এবার বন্ধ করা হলো মসজিদের মাইক। উত্তর প্রদেশের মুজাফ্ফরনগর শহরের বিভিন্ন মসজিদ থেকে আদালতের ‘নির্ধারিত শব্দসীমা’ না মানার কারণে ৫৫টির বেশি লাউডস্পিকার খুলে ফেলা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদ থেকে এ তথ্য জানা যায়।
পুলিশ জানায়, সিভিল লাইনস, কোটওয়ালি ও খালাপর থানা এলাকার মসজিদগুলোতে এই অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়ম মেনে চলা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জব্দকৃত এসব লাউডস্পিকারের শব্দ সুপ্রিম কোর্ট ও সরকারের নির্দেশিত ‘অনুমোদিত মাত্রার’ বেশি ছিল বলেও দাবি করে প্রশাসন।
সার্কেল অফিসার (সিটি) সিদ্ধার্থ মিশ্র জানান, জেলা প্রশাসন মসজিদ, মন্দির, গুরদোয়ারা; সব ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের কঠোরভাবে জানিয়েছে, শব্দসীমা আইন সবসময়ই মানতে হবে।