লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভের সময় শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার চাইলেন শিখ সম্প্রদায়ের সদস্য ও খালিস্তান আন্দোলনের সমর্থকরা।
শনিবার (২৭ ডিসেম্বর) দুই পক্ষের এই কর্মসূচির প্রেক্ষাপটে সেখানে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর সহিংসতার অভিযোগ এনে এদিন বিক্ষোভের আয়োজন করে ভারতীয় হিন্দুত্ববাদীরা।
একই সময়ে সেখানে কর্মসূচির আয়োজন করে শিখ সম্প্রদায়ের সদস্য ও খালিস্তান আন্দোলনের সমর্থকরা।
হিন্দুত্ববাদীদের বিক্ষোভের পাল্টা স্লোগান দিতে থাকেন শিখরা।
এক পর্যায়ে খালিস্তান আন্দোলনের নেতা পরমজিৎ সিংয়ের সঙ্গে ভারতীয় এক হিন্দুত্ববাদী বিক্ষোভকারীর বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের সদস্যরা হস্তক্ষেপ করে উভয় পক্ষকে আলাদা করেন এবং বাংলাদেশ হাইকমিশনের আশপাশের এলাকা থেকে সরিয়ে দেন।
এরপরও খালিস্তানপন্থি শিখ বিক্ষোভকারীরা হাইকমিশনের প্রবেশপথের কাছে মানববলয় গড়ে তুলে কর্মসূচি চালিয়ে যান।
এ সময় তারা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন এবং বাংলাদেশের শহীদ ওসমান হাদি ও হারদীপ সিং নিজ্জরসহ কয়েকজনের হত্যাকাণ্ডের পেছনে ভারত সরকারের সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন।