সিলেটে হযরত শাহজালাল (র.)–এর মাজার থেকেই নির্বাচনী প্রচার শুরু করা বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের রেওয়াজ। সেই ধারাবাহিকতা অনুসরণ করে বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানও একই পথেই হাঁটছেন।
বিএনপির নেতারা জানিয়েছেন, আগামী ২২ জানুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার শুরুর প্রথম দিনেই সিলেটে যাবেন তারেক রহমান। সেখানে হযরত শাহজালাল (র.)–এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচার শুরু করবেন তিনি। এরপর খাদিমনগরে হযরত শাহ পরাণের (র.) মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারত শেষে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশ করবেন বিএনপি চেয়ারম্যান।
দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, পীর-আউলিয়ার পুণ্যভূমি সিলেট থেকেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন। ২২ জানুয়ারি প্রথমে তিনি হযরত শাহজালাল (র.) এবং পরে খাদিমনগরে হযরত শাহ পরাণের (র.) মাজার জিয়ারত করবেন। এই জিয়ারতের মধ্য দিয়েই চেয়ারম্যানের আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু হবে।