১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয়

ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল দাবি আসিফ মাহমুদের, নিরুত্তর পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল দাবি আসিফ মাহমুদের, নিরুত্তর পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে বলে দাবি করেছেন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রবিবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন, ভারতের সঙ্গে সম্পাদিত বেশ কিছু চুক্তি ও প্রকল্প বাতিল করা হয়েছে, বাকি কয়েকটি এখনো পুনর্বিবেচনার পর্যায়ে রয়েছে।

সোমবার (২০ অক্টোবর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকেরা এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে ভারতের সঙ্গে বাতিল এবং পুনর্বিবেচনাধীন চুক্তিগুলোর একটি তালিকাও প্রকাশ করেন।

তালিকায় যেসব প্রকল্প ও চুক্তি বাতিল বা স্থগিত বলে দাবি করা হয়েছে—
১. ত্রিপুরা–চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প
২. অভয়পুর–আখাউড়া রেলপথ সম্প্রসারণ
৩. আশুগঞ্জ–আগরতলা করিডোর
৪. ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প
৫. বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি
৬. ফারাক্কাবাদ প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব
৭. সিলেট–শিলচর সংযোগ প্রকল্প
৮. পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি
৯. ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা)
১০. ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসই-এর সঙ্গে ট্যাগ বোট চুক্তি

আর পুনর্বিবেচনাধীন হিসেবে উল্লেখ করা হয়েছে—
১১. আদানি পাওয়ার বিদ্যুৎ আমদানি চুক্তি
১২. গঙ্গা পানি বণ্টন চুক্তি
১৩. তিস্তা নদী পানি বণ্টন চুক্তি

তবে এসব দাবির বিষয়ে সরকারিভাবে কোনো ব্যাখ্যা বা নিশ্চিতকরণ এখনো পাওয়া যায়নি।