বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনীত প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন বলেছেন, ব্রিটিশরা এ দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু রেখে গেছে তাদের ব্যর্থ ও অন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা। এই রাষ্ট্রব্যবস্থা মানুষের কল্যাণে নয়, বরং ক্ষমতাধরদের সুবিধা রক্ষার জন্য টিকে আছে। ইসলামী মূল্যবোধভিত্তিক ন্যায়ের সমাজ প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি।
রবিবার (২ নভেম্বর) ফতুল্লার মাসদাইর কবরস্থান থেকে পশ্চিম মাসদাইর পর্যন্ত গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন।
খন্দকার আনোয়ার আরও বলেন, স্বাধীনতার পর অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও দেশ এখনো সেই সেকুলার কাঠামোর অধীনে চলছে, যেখানে জুলুম-অবিচার অব্যাহত। মা-বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। এ ব্যবস্থার অবসান ঘটাতে হবে।
তিনি বলেন, মানুষ পরিবর্তন চায়। তারা এমন একটি বাংলাদেশ চায়, যেখানে রাষ্ট্র মানুষের জন্য কাজ করবে— ক্ষমতাবানদের জন্য নয়।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন রিলায়েন্স হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. পাবেল, ব্যবসায়ী মো. সাঈদ রানা, পাকিজা গ্রুপের সাবেক সিইও আবু মাসউদ, এনায়েতনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সানাউল্লাহ, মাওলানা আবু সাঈদ, আল আমিন রাকিব, মেজবাহ উদ্দিন, আব্দুল কুদ্দুসসহ খেলাফত মজলিসের স্থানীয় নেতাকর্মীরা।