বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্বলিত ক্যালেন্ডার বিদেশের মাটিতে বিতরণ করেছেন বিএনপি পর্তুগাল শাখার যুগ্ম আহ্বায়ক এম এ হাকিম মিনহাজ।
সোমবার (৫ জানুয়ারি)সিলেট নগরীর জিন্দাবাজারের প্যারালক্স রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যালেন্ডার বিতরণ করা হয়।
জানা যায়, ক্যালেন্ডারগুলো সিলেট বিভাগে ব্যাপকভাবে বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী ও সহ-সভাপতি আমিনুর রহমান ইয়াহিয়ার যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদল নেতা মহসিন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজিব হোসাইন সাহিদ প্রধান।
বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সদস্য মিনহাজ খাঁন এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুর রহমান নাঈম, ফয়সল আহমদ, ঢাকা দক্ষিন সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মারজান আহমেদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রদলের সদস্য এবাদুর রহমান সজীব এমসি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আবিদুর রহমান, তৈয়বুর রহমান আবির,হুমায়ুন রশিদ শাহ এমসি ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহিন আলম মারুফ জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ফাহিম আহমেদ সামী,দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুর রহমান।
আরো উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সোহরাব আলী মেম্বার,এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মিনহাজ রাহি, সিলেট ল কলেজ ছাত্রদল নেতা বুরহান আহমেদ,মহানগর ছাত্রদল নেতা শাহজাহান চৌধুরী ইমন,আহমেদ নিশাদ, সিলেট জেলা ছাত্রদল নেতা অনিক আহমেদ গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা আজহারুল চৌধুরী সাকিব,লক্ষনাবন্দ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাক চৌধুরী, মহানগর ছাত্রদল নেতা জিয়াউর রহমান, হাবিব আহমেদ জুলাই আন্দোলনে শহীদ হওয়া মিনহাজ আহমেদ এর ভাই জাকির আহমদ এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ শাকিল,আল হাসান, তাহমিদ চৌধুরী,সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন জাকির, দপ্তর সম্পাদক সাকিব আহমেদ, সহ-হাসান মুজাহিদ,ছাত্রী বিষয়ক সম্পাদক সুমাইয়া আলী এমসি কলেজ ছাত্রদলের সদস্য মাছুম আহমেদ,সদস্য জেলা ছাত্রদল নেতা আলী হোসেন, লিমন আহমেদ,সজীব আহমদ মহানগর ছাত্রদল নেতা আবু তাহের, কয়ছর মিয়া,ইমন, আহমেদ মাছুম,রাজু আহমেদ মাহমুদুল হাসান, বিজয় আহমেদ,দক্ষিন সুরমা কলেজ ছাত্রদল বাপন দাস, মিফতা হাসান, তানভীর হাসান,গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা কবির আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্র সংস্কারের একটি বাস্তবভিত্তিক রূপরেখা প্রদান করছে।
এ বিষয়ে পর্তুগাল থেকে এম এ হাকিম মিনহাজ বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার একটি সুস্পষ্ট রূপরেখা। প্রবাসে থেকেও আমরা দেশের মানুষের সঙ্গে একাত্ম হয়ে এই বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছি।”
স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা মনে করেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে বিএনপির রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ রাষ্ট্র সংস্কারের চিন্তাধারা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ তোফায়েল আহমদ অনুষ্ঠান শেষে সবার মধ্যে ক্যালেন্ডার বিতরণ করা হয়।