বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সেই চেষ্টা সফল হবে না।
রোববার (১৯ অক্টোবর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন বলেন, কোনো একটি রাজনৈতিক দল নয়, সব রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে অবদান রেখেছে, তাদের অবিরাম সংগ্রামের মধ্য দিয়েই জুলাই ছাত্র-গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। মাত্র ৩৬ দিনের মধ্যে ফ্যাসিস্ট শাসকের পতন হয়নি; এটি ১৬ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের ফল। তাই বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর কোনো চেষ্টা সফল হবে না।
তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে ৪২২ জন বিএনপি নেতাকর্মী প্রাণ বিসর্জন দিয়েছেন। তিনি ছবি সহকারে তাদের তালিকা প্রকাশ করেছেন এবং উল্লেখ করেছেন, শহীদদের সংখ্যা আরও বেশি হতে পারে। এই আন্দোলনে বিএনপির ভূমিকা, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে রক্তের সিড়ি তৈরি হয়েছে। শাপলা চত্তরের নৃশংস হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল।
ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) প্রধান নাহিদ ইসলাম জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য সালাহউদ্দিনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এই প্রসঙ্গে সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন বলেন, রাজনৈতিক চর্চা ও গণতান্ত্রিক চর্চা সম্মানের সঙ্গে হওয়া উচিত। তিনি তরুণ প্রজন্মের ভুলত্রুটি সংশোধনের জন্য উৎসাহিত করেছেন এবং বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে কলঙ্কমুক্ত রাখার দায়িত্ব সবাইকে নিতে হবে।
সালাহউদ্দিন বলেন, ২৪-এর অভ্যুত্থান জাতীয় জীবনে লিডিং ফোর্স হিসেবে কাজ করেছে। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে কলঙ্কমুক্ত রাখা গুরুত্বপূর্ণ। তিনি আহ্বান জানিয়েছেন, বক্তব্য দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করা হোক।
জামায়াতে ইসলামের আমিরও আহ্বান দিয়েছেন, জুলাই যোদ্ধাদের ফ্যাসিবাদের দোসর হিসেবে অভিহিত করা উচিত নয়। সালাহউদ্দিন নতুন প্রজন্মের নেতৃত্বকে সম্মান জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
তিনি বলেন, গণতান্ত্রিকভাবে দেশের উন্নয়নে তরুণ প্রজন্মের অবদান অপরিসীম এবং ভবিষ্যতেও তারা সেই চর্চা অব্যাহত রাখবেন। সালাহউদ্দিন নিশ্চিত করেছেন, তার বক্তব্য বিকৃত করা হয়নি, যদিও আংশিক অংশ কাটানো হয়েছে।
সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আরও উল্লেখ করেছেন, কিছু ঘটনা তদন্তাধীন রয়েছে। সরকার একটি তদন্ত টিম গঠন করেছে এবং ফলাফলের ওপর ভিত্তি করে প্রতিক্রিয়া জানানো হবে। তিনি আশঙ্কা করেছেন, দেশের অস্থিরতা সৃষ্টি করার জন্য কিছু ঘটনা সংঘটিত হতে পারে এবং এর সঙ্গে পতিত ফ্যাসিবাদ জড়িত থাকতে পারে।