১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বড়জোর দুই-তিনজন উপদেষ্টা পদত্যাগ করতে পারেন, দরকার নির্বাচন

মুফতি এনায়েতুল্লাহ


বিষয় হলো, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রাজনৈতিক পরিভাষায় এটা উদ্ভুত সমস্যা। তবে গুরুতর কি-না, সেটা বলা মুশকিল। একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে আমার অভিমত, রাজনৈতিক দলগুলোর উচিৎ সর্বাবস্থায় নির্বাচনকে প্রাধান্য দেওয়া। তবে হ্যাঁ, দাবি আদায়ের মারপ্যাচে একটা উইনিং উইনিং সিচ্যুয়েশন দরকার। তাই দাবি-পাল্টা দাবির প্রসঙ্গ আসতে পারে। উপদেষ্টাদের পদত্যাগ এমন একটা বিষয় হতে পারে।

আমি মনে করি, নানা কারণে সরকার এমনিতেই নড়বড়ে। সাফল্যের খাতায়ও খুব বেশি কিছু নেই। এর মধ্যে এখন যদি কয়েকজন উপদেষ্টা পদত্যাগ করেন, তাহলে অস্থিতিশীলতা বাড়বে। এটা কারো জন্যই ভালো হবে না।

তবে কোনো উপদেষ্টার ক্ষেত্রে যদি সুনির্র্দিষ্ট অভিযোগ থাকে এবং পক্ষপাতিত্বমূলক আচরণ দেখা যায়, তাহলে বৃহত্তর স্বার্থে তাদের পদত্যাগ করাই শ্রেয়। সেটাও দুই-তিনজন হতে পারে। কোনো অবস্থাতেই দুই-তিনজনের বেশি হওয়া ঠিক হবে না। বেশি হলে সরকার নড়বড়ে হয়ে যাবে। পালানো শক্তি কিংবা তৃতীয় পক্ষ সুবিধা নেওয়ার চেষ্টা করবে। বিশৃঙ্খলা দেখা দেবে, ফলে নির্বাচন অনিশ্চিতও হয়ে যেতে পারে। তাতে দেশবাসী লাভবান হবে না। রাজনৈতিক দলগুলোর নানাবিধ ভাঁড়ামি আরও দেখতে হবে।

আর এ ধরনের দাবি উত্থাপনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেও সংযমী হতে হবে। ওই দল করেছে বলে আমাকেও করতে হবে, এমন মনোভাব ত্যাগ করতে হবে।


আলেম, লেখক ও সম্পাদক