“ধুমসাদ্দা রশিদিয়া ইসলামিয়া মাদরাসা”-এর উদ্যোগে আগামী ১৪ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৬তম বার্ষিক ইসলামী সম্মেলন। ফেনী মহিপাল থেকে অর্থ কিলোমিটার পশ্চিমে পাচগাছিয়া বাজার থেকে ৩ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই মাদরাসা।
জানা যায়, দেশবরেণ্য আলেমদের অংশগ্রহণে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত হবে এই ইসলামী সম্মেলন।
শুক্রবার (৭ নভেম্বর) মাদরাসাটির মুহতামিম মুফতী আব্দুল কাইয়ুম ছোহাইল গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মাহফিলে বয়ান করবেন, মাওলানা মুফতী নুরুল হক, মুফতী শহীদুল্লাহ, মাওলানা ওবায়দুল্লাহ হামজা, মুফতী আহমাদুল্লাহ কাসেমী, মুফতী রেজাউল করীম আবরার, মুফতী ইলিয়াস বিন নাজিম, মাওলানা ইউনুছ আহমাদসহ আরও অনেকেই।
মাহফিলে সবাইকে অংশগ্রহনের জন্য আহ্বান জানান মুফতী আব্দুল কাইয়ুম ছোহাইল।