১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পুলিশের আচরণে ক্ষুব্ধ হয়ে ভারতে একসঙ্গে ২৪ জনের বিষপান

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে পুলিশের আচরণে অতিষ্ঠ হয়ে একযোগে বিষপান করেছেন প্রায় ২৪ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি (হিজড়া)। তারা পুলিশের উদাসীনতায় ক্ষুব্ধ হয়ে এই আত্মহত্যার চেষ্টা করেন।

ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ইন্দোর শহরে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, একদল তৃতীয় লিঙ্গের মানুষ বিষাক্ত ফিনাইল পান করছেন।

তাদের অভিযোগ—দুই ব্যক্তি তাদের এক সঙ্গীকে যৌন নির্যাতন করলেও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এতে ক্ষুব্ধ হয়ে তারা প্রতিবাদের অংশ হিসেবে বিষপান করেন।

অবস্থানকারীদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে সবাইকে বাঁচানো সম্ভব হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সবাই বর্তমানে আশঙ্কামুক্ত।

ইন্দোর পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজ চলছে এবং তাদের গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় ভারতের বিভিন্ন শহরে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবিতে আন্দোলন শুরু করেছেন।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া