১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক

দারুল উলূম দেওবন্দসহ ৪ প্রতিষ্ঠানে গোলাবর্ষণের হুমকি হিন্দুদের ধর্মীয় নেতার

দারুল উলূম দেওবন্দসহ ৪ প্রতিষ্ঠানে গোলাবর্ষণের হুমকি হিন্দুদের ধর্মীয় নেতার

ভারতে ইসলামি শিক্ষা ও স্বাধীনতা আন্দোলনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দ, জামিয়া মিল্লিয়া ইসলামিয়াসহ চারটি ঐতিহাসিক ইসলামি বিশ্ববিদ্যালয়ে গোলাবর্ষণ করে ধ্বংস করার উসকানি দিয়েছেন হিন্দুদের ধর্মীয় গুরু ও দশনা দেবী মন্দিরের প্রধান যতী নরসিংহানন্দ গিরি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মুসলিম মিররের প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ইসলাম ও মুসলিমবিদ্বেষী উসকানিমূলক বক্তব্যের জন্য কুখ্যাত গাজিয়াবাদের দশনা দেবী মন্দিরের বিতর্কিত যতী নরসিংহানন্দ গিরি আবারও বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি এবার ভারতের চারটি ঐতিহাসিক ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করতে সরকারের কাছে সামরিক অভিযান চালানোর উসকানি দিয়েছেন।

সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণের ঘটনায় দেওয়া এক বক্তব্যে তিনি ঐতিহাসিক ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ, জামিয়া মিল্লিয়া, আল ফালাহ ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাসীদের আস্তানা বলে দাবি করেন এবং কামান দাগিয়ে তা ধ্বংস করতে সামরিক পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে তাকে বলতে দেখা যায়, “আল-ফালাহ বিশ্ববিদ্যালয়, এএমইউ, জামিয়া মিল্লিয়া ও দারুল উলুম দেওবন্দের মতো সন্ত্রাসীদের আস্তানাগুলোকে সেনাবাহিনী পাঠিয়ে কামান দিয়ে উড়িয়ে দেওয়া উচিত।”

তিনি আরো বলেন, “এটা আমার জীবনের শেষ পর্যায়। তোমরা তোমাদের নেতাদের চাপ দাও, যেনো তারা কামান দিয়ে এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে। অন্যথায় বিলুপ্তির ঝুঁকি নাও, কেননা আর পালানোর পথ থাকবে না।”

সূত্র: মুসলিম মিরর