প্রতিরক্ষা ও বিমান পরিবহন রপ্তানিতে ২০২৫ সালের প্রথম ১১ মাসেই ইতিহাস সৃষ্টি করেছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা শিল্প সচিব হালুক গরগুন জানিয়েছেন, জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সময়ে এ খাতের রপ্তানি বার্ষিক হিসেবে ৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড ৭.৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এনসোসিয়ালে দেয়া এক বিবৃতিতে গরগুন জানান, শুধু নভেম্বর মাসেই প্রতিরক্ষা ও বিমান পরিবহন রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭৪৭ মিলিয়ন ডলারে।
তিনি বলেন, ‘এই প্রবৃদ্ধির ধারাবাহিকতায় আমাদের খাত শুধু নভেম্বর মাসেই নয়, বরং পুরো বছর জুড়েই কর্মক্ষমতা বৃদ্ধি করে একটি নতুন রেকর্ড স্থাপন করেছে। মাত্র ১১ মাসে অর্জিত রপ্তানি আয় ইতোমধ্যেই ইতিহাসের যে কোনো পূর্ণ বছরের রপ্তানি অর্জনকে ছাড়িয়ে গেছে।’
হালুক গরগুন আরও উল্লেখ করেন, ‘এই সাফল্যের মাধ্যমে তুরস্কের প্রতিরক্ষা শিল্প উচ্চ-মূল্য সংযোজিত পণ্যের ক্ষেত্রে স্থিতিশীল প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। একই সঙ্গে রপ্তানির পরিধি উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে তুরস্কের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হয়েছে।’
প্রতিরক্ষা খাতে একচেটিয়াভাবে আধিপত্য বিশ্বের পরাশক্তি ও পশ্চিমা দেশগুলোর হাতে। সেই হিসেবে তুরস্কের এই রেকর্ড রপ্তানি বিশ্ব প্রতিরক্ষা ও বিমান শিল্পে দেশটিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে এবং ভবিষ্যতে দেশটির প্রযুক্তি ও অস্ত্র রপ্তানিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে।