১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ গেজেট আকারে প্রকাশ করেছে সরকার। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষর করেছেন। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ গেজেট জারি করে।

এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিষয়টি ঘোষণা করেন।

আদেশে বলা হয়েছে, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতার প্রকাশ ঘটে। এই গণঅভ্যুত্থানের ফলেই ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ও পরদিন জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকার জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়।

রাষ্ট্রীয় সংস্কার, সুশাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার সংবিধান, নির্বাচন, প্রশাসন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন ব্যবস্থায় সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করে। এসব কমিশনের প্রতিবেদন ভিত্তিক সুপারিশে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গত ১২ ফেব্রুয়ারি গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন।

এই কমিশন সকল রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনার মাধ্যমে জুলাই জাতীয় সনদ ২০২৫ প্রণয়ন করে, যা সংবিধান সংস্কার ও রাষ্ট্রীয় পুনর্গঠনের রূপরেখা বহন করে।

আদেশে বলা হয়েছে, সংবিধান সংস্কারের প্রস্তাব বাস্তবায়নের জন্য জনগণের অনুমোদন প্রয়োজন, যা গণভোটের মাধ্যমে সম্পন্ন হবে। পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ গঠন ও সংশোধন প্রক্রিয়া পরিচালনার সিদ্ধান্তও এতে উল্লেখ করা হয়েছে।

জাতির উদ্দেশে ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, “১৩৩ শিশু, শত শত তরুণ-তরুণী ও নারী-পুরুষের আত্মত্যাগকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। গণভোট ও জুলাই সনদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো বৃহত্তর স্বার্থে মেনে নেবে বলে আমি আশা করি।”

তিনি আরও বলেন, “জাতি এখন উৎসবমুখর জাতীয় নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে। আমরা নতুন বাংলাদেশ গড়ার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছি।