বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াত কখনো মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে না। তার ভাষায়, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সঠিক পথ নির্দেশ করেছেন—কোন কাজ করা উচিত ও কোন কাজ বর্জন করতে হবে; জামায়াত কেবল মানুষকে সেই শিক্ষা তুলে ধরে। কোরআনের জ্ঞান না থাকায় বিরোধীরা অপপ্রচার চালায় বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে খুলনা-৫ আসনের আটরা-গিলাতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত মহিলা ভোটার সমাবেশে এসব কথা বলেন পরওয়ার।
তিনি অভিযোগ করে বলেন, বিএনপি বিভিন্ন এলাকায় তালিম প্রোগ্রাম ও ধর্মীয় অনুষ্ঠানে নিয়মিত বাধা দিচ্ছে। অতীতে আওয়ামী লীগ যেমন জামায়াতকে কখনো রাজাকার, কখনো জঙ্গি আখ্যা দিত, এখন বিএনপিও একই অপপ্রচারে লিপ্ত—যা মূলত ইসলামকে বাধাগ্রস্ত করার শামিল।
রাষ্ট্রে ন্যায়–ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসনের প্রয়োজনীয়তা তুলে ধরে পরওয়ার বলেন, ইসলামী আইন চালু হলে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, চাঁদাবাজি–টেন্ডারবাজি–দখলদারি বন্ধ হবে। তিনি ইসলামপন্থী আলেম–ওলামা ও আল্লাহভীরু মানুষদের ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।
ইসলাম প্রতিষ্ঠায় নারীদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ইসলামের প্রথম মহিলা শহীদ ছিলেন হযরত সুমাইয়া (রা.), আম্মাজান আয়েশা (রা.) যুদ্ধক্ষেত্রেও অংশ নিয়েছেন। তাই নারীদেরও রাষ্ট্র বিনির্মাণের কাজে এগিয়ে আসতে হবে। মহিলা ভোটারদের সকাল–বিকাল গ্রুপ করে দাঁড়িপাল্লা মার্কার দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
পরওয়ার বলেন, ইসলামী আন্দোলনের পক্ষে জনসমর্থন বাড়ছে; এ কারণেই কেউ কেউ অস্থিরতা সৃষ্টি করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি বলেন, “আপনি যদি একটি মার্কায় কাজ করতে পারেন, আমি অন্য মার্কায় কাজ করার অধিকার রাখি।” আল্লাহর আইনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার বিষয়ে সবাইকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াত সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল গাওসুল আজম হাদী, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা এবং স্থানীয় নেতৃবৃন্দ।