জাটকা ধরতে গিয়ে ইলিশ ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, জাটকা ধরতে গিয়ে তারা ইলিশ ধ্বংস করে দিয়েছে। এ ছাড়া ইলিশের রাস্তাগুলো ভরাট হয়ে গেছে, এর কারণে এবার ইলিশ কম পেয়েছি। মা ইলিশ রক্ষায় প্রতি বছরের মতো এ বছরও ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, যা ৪ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে।
বুধবার (১ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মৎস্য উপদেষ্টা এ তথ্য দেন।
তিনি আরও বলেন, গত বছরের উদ্যোগে সফলতা এসেছে; ৫২.৫ শতাংশ মা ইলিশ রক্ষা করা সম্ভব হয়েছিল। এ বছর নিষেধাজ্ঞা কার্যকর করতে পুলিশ, নৌবাহিনী ছাড়াও বিমান বাহিনী ড্রোন ব্যবহার করবে।
উপদেষ্টা জানান, ইলিশ আহরণের কম হওয়ার মূল কারণ কারেন্ট জাল ও চায়না জাল। এ কারণে এবছর আরও সতর্কতা অবলম্বন করা হবে, আশা করা হচ্ছে মা ইলিশ আরও সুরক্ষিত হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক, সুইজারল্যান্ডের এম্বাসীর ডিপুটি হেড অব মিশন দিপক ইলমার, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।