চীনের গুয়াংডং প্রদেশের সুয়েনে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘মাতমো’। রোববার (৫ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে উপকূলে আছড়ে পড়ার পর শুরু হয় প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া। এমন সময়ে এ টাইফুন আঘাত হানে, যখন দেশটিতে জাতীয় দিবস উপলক্ষে ৮ দিনের দীর্ঘ ছুটি চলছে।
রয়টার্স জানিয়েছে, এর আগে টাইফুনটি ফিলিপাইনে ব্যাপক বন্যার সৃষ্টি করে উত্তর-পশ্চিমমুখী হয়ে চীনে প্রবেশ করে। স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে গুয়াংডং উপকূলে আঘাত হানে এটি।
চীনের জাতীয় আবহাওয়া দপ্তর জানায়, উপকূলে আঘাত হানার সময় টাইফুনটির বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৫১ কিলোমিটার।
টাইফুনের কারণে শনিবার সন্ধ্যা থেকেই হাইনান প্রদেশে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি কিছু এলাকায় ট্রেন ও বাস সেবা স্থগিত করা হয় এবং নিরাপত্তার স্বার্থে বাতিল করা হয় বেশ কয়েকটি ফ্লাইট।
আবহাওয়া দপ্তরের ধারণা, উপকূলে আঘাত হানার পর টাইফুনটির শক্তি কমে গিয়ে ধীরে ধীরে সাধারণ ঝড়ে পরিণত হতে পারে।