১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের প্রবর্তক মোড়ে ভবনে আগুন

চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে সিএসসিআর হাসপাতালের পাশে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে বেসরকারি হাসপাতালটির পূর্ব পাশে অবস্থিত একতলা ভবনে আগুন লাগে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চারপাশ ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

প্রাথমিকভাবে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দিলে মোট চারটি ইউনিট প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত পথচারী আবদুল হাদি তুহিন বলেন, ১২টার দিকে দেখি আগুন জ্বলে উঠেছে। স্থানীয়রা পানি ছুড়ে আগুন নেভানোর চেষ্টা করছিল। চারপাশে মানুষের চিৎকার আর হৈচৈ শুরু হয়।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক আবদুল মান্নান জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।