১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয়

গণভোট নিয়ে দলগুলোর বিরোধ তীব্র, সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

গণভোট নিয়ে দলগুলোর বিরোধ তীব্র, সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণভোট নিয়ে মতপার্থক্য গভীর হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ২৭০ দিন আলাপ-আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য হতাশাজনক। কোনো দল যদি এককভাবে নিজের সিদ্ধান্ত সরকারের ওপর চাপিয়ে দিতে চায়, তাহলে প্রশ্ন উঠবে—জুলাইয়ের চেতনা কোথায়?

আইন উপদেষ্টা জানান, দেশে ইতোমধ্যে মানবাধিকার অধ্যাদেশ জারি হয়েছে। এর মাধ্যমে পূর্বে যারা আইনগতভাবে ক্ষমতা প্রয়োগ করতে পারতেন না, এখন তারা মানবাধিকার-সংক্রান্ত বিষয়ে ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

তিনি বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সবকিছু এখন মানবাধিকার কমিশনের আওতায় থাকবে। একই সঙ্গে কমিশনের আদেশ বাধ্যতামূলকভাবে কার্যকর করার বিধান রেখে মানবাধিকার কমিশন আইন সংশোধন করা হয়েছে।

অঙ্গ প্রতিস্থাপন বিষয়ে আসিফ নজরুল বলেন, আগে কেবল পরিবারের সদস্যরাই অঙ্গদান করতে পারতেন। এখন থেকে শুধু পরিবার নয়, যাদের মধ্যে আবেগীয় সম্পর্ক রয়েছে, তারাও আইনগতভাবে অঙ্গ সংযোজন করতে পারবেন।

নির্বাচন প্রসঙ্গে আইন উপদেষ্টা জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সনদকেন্দ্রিক অনৈক্য থাকলেও নির্বাচনের প্রস্তুতি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে সময়মতো নির্বাচনের পরিবেশ ঠিক রাখা। শুধু সরকারের একার দায়িত্ব নয়।