১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এভারেস্টে ভয়াবহ তুষারঝড়ে আটকা হাজারো মানুষ

চীনের তিব্বত অংশের মাউন্ট এভারেস্টে প্রবল তুষারঝড়ে প্রায় এক হাজার মানুষ আটকা পড়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (৩ অক্টোবর) রাত থেকে শুরু হওয়া তুষারপাত শনিবার (৪ অক্টোবর) সারাদিন অব্যাহত থাকায় ৪,৯০০ মিটার উচ্চতার ক্যাম্প এবং আশপাশের এলাকা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটকা পড়া লোকজনের মধ্যে পর্যটক, পর্বতারোহী এবং কর্মী রয়েছেন। উদ্ধারকাজে শত শত স্থানীয় গ্রামবাসী ও উদ্ধারকর্মী অংশগ্রহণ করছেন। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রবিবার পর্যন্ত ৩৫০ জনকে কুডং শহরে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে। বাকি ২০০ জনেরও বেশি পর্বতারোহী ধাপে ধাপে উদ্ধার অভিযান শেষে কুডং শহরে পৌঁছাবেন।

উদ্ধার ও নিরাপত্তার কারণে স্থানীয় টিংরি কাউন্টি ট্যুরিজম কোম্পানি শনিবার রাত থেকে এভারেস্টে পর্যটক প্রবেশ ও টিকিট বিক্রি স্থগিত করেছে।

এদিকে, নেপালে ভারি বৃষ্টির কারণে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অনেক সড়কপথ বন্ধ হয়ে গেছে এবং অন্তত ৪৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।