‘উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে’- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম যাদের ব্যাপারে এমন মন্তব্য করেছেন তাদের চরিত্রের শেষটা দেখতে চান বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (৬ অক্টোবর) বিকালে রাজশাহী চেম্বার অব কমার্স ভবনে সাংবাদিকদের সম্মুখে সারজিস আলম বলেন, সারজিস বলেন, তাদের সম্পর্কে আমাদের আহ্বায়ক বলেছেন। আমরা তাদের চরিত্রের শেষটা দেখতে চাই। কারণ বিপ্লবটাকে ধারণ করে তাদের যেভাবে একেকটা সংস্কার করার কথা ছিল, যেভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, যে অপকর্মের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিল, সেগুলো যখন আবার সামনে আসে, তখন এর দায় তাদের নিতে হবে। তাদের জায়গা থেকে যদি আইনশৃঙ্খলা রক্ষা, বিচার, রাজনীতি, আমলাতন্ত্র- সব জায়গায় ভূমিকা পেতাম, তাহলে এই অবস্থাটা দেখতে হতো না।
তিনি বলেন, অভ্যুত্থানের পর বিভিন্ন প্রশাসনিক ও সিভিল সার্ভিস, পুলিশসহ বিভিন্ন বাহিনীতে যারা দলগতভাবে কাজ করেছে তাদের আইন অনুযায়ী বিচার হলে আজকের এই অবস্থা সৃষ্টি হতো না।
সারজিস বলেন, উপদেষ্টারা আগস্ট-সেপ্টেম্বরে ফেইল করেছে। এখন তারা হয়তো ভাবছে কঠোর সিদ্ধান্ত নিয়ে নিজেকে সুরক্ষিতভাবে বের করে আনবে—কিন্তু এমন চিন্তা করা উচিত নয়। এত বড় অভ্যুত্থানের পরে যদি তারা স্বচ্ছভাবে দায়িত্ব পালন না করে সরে যেতে চায়, তাহলে দেশের মানুষ তাদের আর কোনো আশ্রয় দেবে না।
তিনি আরও বলেন, চুপচাপ দায়িত্ব থেকে সরে যাওয়ার চেয়ে দেশের জন্য কিছু করে নিজে ক্ষতিগ্রস্ত হওয়াও সম্মানের ব্যাপার—তাই উপদেষ্টাদের অনুরোধ, তারা যেন অভ্যুত্থানকে ধারণ করে তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করে যান।