অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা মাওলানা ডক্টর আ.ফ.ম খালিদ হোসাইন বলেছেন, মহান আল্লাহ যাকে উপরে তুলেন, তাকে কেউ নিচে নামাতে পারবে না। আর যাকে নিচে নামাবেন, পৃথিবীর কোন মানুষ তাকে উপরে তুলতে পারবে না।
মঙ্গলবার (২৩সেপ্টেম্বর)বিকাল ৩টায় খাগড়াছড়ি টাউন হলে সীরাতে মুস্তাকিম ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত সিরাত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, তিনটি কারণে মানুষ আছাড় খায়। ক্ষমতা,ধন -দৌলত ও যৌবন। একমাত্র সিরাতে রসুল (সা.), আউলিয়া, পীর মশাইকের নকশা কদম আমাদের জীবনকে আলোকিত করতে পারে।
ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুফতী ইমাম উদ্দিন কাসেমী’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা হাবিবুল্লা জাহাঙ্গীর, মাওলানা নুরুল কবির আরমান ও মোঃ মোস্তফা হায়দারের সঞ্চালনায় সীরাত কনফারেন্সে প্রধান বক্তা হিসাবে চট্টগ্রাম জামিয়াতুন নূর আল ইসলামিয়া’র মহাপরিচালক আল্লামা ওবাইদুল্লাহ হামজা, বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম হাটহাজারী মেখল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইসমাইল খান, মাটিরাঙ্গা গোমতি জামে মসজিদের খতিব মুফতি শামীম হোসেন ফারুকী,দীঘিনালা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব জামাল হোসেন জামিল, নয়নপুর জামে মসজিদের খতিব মাওলানা শহিদুল ইসলাম, আল আকসা জামে মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম মিছবাহ, মোহাম্মদপুর জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।