২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগের ঝটিকা মিছিল শুরু করতেই পুলিশের ধাওয়া, অতঃপর…

চট্টগ্রাম নগরীর বন্দর থানার বড়পুল মোড়ে ঝটিকা মিছিলে ধাওয়া দিয়ে আওয়ামী লীগ, যুবলীগ (কার্যক্রম স্থগিত) ও নিষিদ্ধ ছাত্রলীগের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ অভিযান চালানো হয়।

গ্রেফতাররা হলেন, ইব্রাহীম খলিল তুষার (২৪), আসিফ মাহবুব (২৪), নয়ন শীল (২৩), মো. সাগর (২৫), জাহিদুল ইসলাম (২২), মাসুদ হাওলাদার (৩০) ও মইন উদ্দিন (৩০)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে পাঁচটি মশাল, ইটের টুকরো ও মোবাইল জব্দ করা হয়েছে। যুবলীগ নেতা আসিফ মাহবুবের নেতৃত্বে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের হলে পুলিশ ধাওয়া দেয়। কয়েকজন পালালেও সাতজনকে আটক করা হয়।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।