১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

বাংলাদেশের ইস্যু সমাধান না হলে বিশ্বকাপ নিয়ে নতুন সিদ্ধান্ত নেবে পাকিস্তান

বাংলাদেশের ইস্যু সমাধান না হলে বিশ্বকাপ নিয়ে নতুন সিদ্ধান্ত নেবে পাকিস্তান

আর মাত্রা সপ্তাহ তিনেক। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। কিন্তু এখনো নিশ্চিত নয় বাংলাদেশের অংশগ্রহণ। চলমান এই অনিশ্চয়তার মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়িয়েছে পাকিস্তান। বাংলাদেশের সমস্যা সমাধান না হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে তারা। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার ও টেলিকম এশিয়া ডটনেট এ তথ্য জানিয়েছে।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ কারণে ভারতে না খেলে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। বিষয়টি নিয়ে বিসিবির সিদ্ধান্ত পরিবর্তনের চেষ্টা চালালেও সফল হয়নি আইসিসি।

সবশেষ গতকাল ঢাকায় বিসিবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেও সিদ্ধান্ত বদলাতে পারেনি আইসিসির প্রতিনিধিদল। ফলে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সংশয় আরও গভীর হয়েছে। এ অবস্থায় বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করেছে।

পাকিস্তান বাংলাদেশের অবস্থানকে পূর্ণ সমর্থন দেবে বলে জানিয়েছে। জিও সুপার সূত্রের বরাতে জানিয়েছে, বিসিবি যে কারণগুলো তুলে ধরেছে, সেগুলোকে বৈধ মনে করছে ইসলামাবাদ। যদি এই সংকটের সমাধান না হয়, তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ নিয়েও নতুন করে ভাববে পাকিস্তান। একই সঙ্গে ভারত যেন বাংলাদেশকে কোনো ধরনের চাপ দিতে না পারে, সেটিও নিশ্চিত করতে চায় তারা।

সূত্র আরও জানায়, বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সমর্থন পেতে বাংলাদেশ সরকার পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং সেখান থেকে ইতিবাচক সাড়া মিলেছে। পাকিস্তানের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, বাংলাদেশের সমস্যার সমাধান না হলে তারাও বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।

এ ছাড়া ভারতে না যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের যুক্তিগুলোকে পুরোপুরি যৌক্তিক বলে মনে করছে পাকিস্তান। তাদের মতে, এ বিষয়ে কোনো দলকে জোর করা উচিত নয়। বাংলাদেশের পাশে থাকার বিষয়টি তারা আবারও নিশ্চিত করেছে।