ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কাতার। উপসাগরীয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়লে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, আশপাশের অঞ্চলগুলোর জন্যও ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানী দোহায় এক ব্রিফিংয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যেকোনো ধরনের উত্তেজনাবৃদ্ধি পুরো মধ্যপ্রাচ্য এবং সংলগ্ন অঞ্চলে মারাত্মক অস্থিতিশীলতা সৃষ্টি করবে। এ কারণেই কাতার সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।
এর আগে গত বছর জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত হয়। সে সময় ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে কাতারের আল উদেইদে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। কাতারের ভূখণ্ডে এটিই ছিল কোনো বিদেশি রাষ্ট্রের প্রথম সরাসরি হামলা।