১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ৭২৩টি মনোনয়নপত্র।

রোববার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

ইসি জানায়, এবারের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছিল ৩ হাজার ৪০৬টি, বিপরীতে দাখিল করা হয়েছে ২ হাজার ৫৬৮টি। এর মধ্যে ১৮৪২টি বৈধ হয়েছে। বাকিগুলো নানা কারণে বাতিল হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা আপিল করতে পারবেন।