আলোচিত ইসলামী স্কলার ও কারা নির্যাতিত মাজলুম আলেম মুফতী জসিমউদ্দীন রহমানিকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। তবে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বারোইখালি এলাকায় নিজ বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শায়েখ জসিমউদ্দীন রহমানি তার গাড়ি দেখতে বাসার সামনে বের হয়েছিলেন, পরে শায়েখকে লক্ষ্য করে বোমা (ককটেল বা অনুরূপ কিছু) নিক্ষেপ করা হয়। বোমাটি তার দুই থেকে তিন হাত দূরে গিয়ে পড়ে। তবে এতে তিনি অক্ষত রয়েছেন।
এদিকে জসিমউদ্দীন রহমানির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, “শায়খ জসীমউদ্দীন রহমানীর ওপর কিছুক্ষণ আগে তার বাসার সামনে বোমা হামলা (ককটেল বা ঐ জাতীয় কিছু) হয়েছে। শায়খ সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ।”
ঘটনার পর নিরাপত্তার স্বার্থে আশপাশের লোকজন তাকে ঘিরে রাখেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।