১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমানের গণসংবর্ধনা: মঞ্চে শরিক দলের শীর্ষ নেতারা

দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন শেষে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গণসংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ঢাকার পূর্বাচলে ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ এলাকায় বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এই বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নেতা-কর্মীদের অভিবাদন গ্রহণ করেন। পরে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন।

এর আাগে দুপুর পৌনে ১২টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি শরিক দলের নেতাদের মঞ্চে ডেকে নেন। সংবর্ধনামঞ্চে উপস্থিত ছিলেন— বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক নুরুল আমিন ব্যাপারীসহ বিশিষ্টজনরা মঞ্চে উপস্থিত ছিলেন।

তারেক রহমানকে স্বাগত জানাতে বুধবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতা-কর্মীরা পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় জড়ো হতে শুরু করেন। তীব্র শীত উপেক্ষা করে হাজার হাজার নেতা-কর্মী সেখানে রাত যাপন করেন। বৃহস্পতিবার সকাল হতেই পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে জনসমুদ্রে পরিণত হয়।

সরেজমিন দেখা গেছে, জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের মূল সড়ক ছাড়াও বনানী, কুড়িল বিশ্বরোড, খিলক্ষেত ও বিমানবন্দর সড়কে বিএনপির নেতা-কর্মীদের ঢল নেমেছে। জনস্রোতের কারণে এক্সপ্রেসওয়ের বিশাল এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। সংবর্ধনা শেষে তারেক রহমান যে পথে এভারকেয়ার হাসপাতাল ও গুলশানের বাসভবনে যাবেন, সেই পুরো রুটেই ব্যানার-ফেস্টুন হাতে অবস্থান নিয়েছেন বিপুলসংখ্যক নেতা-কর্মী লক্ষ্য করা গেছে।