১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শরিফ ওসমান হাদি হত্যা: পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান ভারতের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত।

এই ইস্যুতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে দেশটি তাঁদের অবস্থান স্পষ্ট করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ-মিয়ানমার বিভাগপ্রধান ও যুগ্ম সচিব বি শ্যাম বাংলাদেশি হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে ভারতীয় পক্ষ জানায়, ছাত্রনেতা হাদির হত্যাকাণ্ডের নেপথ্যে প্রকৃত কারণ উদ্ঘাটনে একটি সঠিক ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তদন্ত শেষ হওয়ার আগেই এই ঘটনার জন্য ভারতকে দায়ী করা সমীচীন নয় বলেও তারা মন্তব্য করেন।

ভারতীয় কর্মকর্তাদের দাবি, হাদি হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বাংলাদেশে চলমান বিক্ষোভের জেরে গত সপ্তাহে চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনে হামলার চেষ্টা চালানো হয়েছিল। মূলত দ্বিপাক্ষিক এই উত্তজনা প্রশমনেই নয়াদিল্লি পূর্ণাঙ্গ তদন্তের ওপর জোর দিচ্ছে।

উল্লেখ্য, মঙ্গলবার ঢাকা ও নয়াদিল্লি উভয় পক্ষই একে অপরের কূটনীতিকদের তলব করেছে। সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনের বাইরে বিক্ষোভ এবং শিলিগুড়িতে ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনার আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর কয়েক ঘণ্টার মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকেও তলব করল ভারত। কূটনীতিকদের এই পাল্টাপাল্টি তলব দুই দেশের বর্তমান সম্পর্কে নতুন করে টানাপোড়েন সৃষ্টি করেছে।