১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নতুন দলের নাম জানালেন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেয়া হুমায়ুন

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ভারতজুড়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন হুমায়ুন কবির। সোমবার (২২ ডিসেম্বর) নিজের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করেছেন। তার দলের নাম, ‘জনতা উন্নয়ন পার্টি’। দ্বিতীয় বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেয়ার কারণে মুর্শিদাবাদের ভরতপুরের এই বিধায়ককে সাসপেন্ড করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস।

এমন সিদ্ধান্তে ‘অপমানিত’ বোধ করা হুমায়ুন সাসপেন্ড হওয়ার দিনেই নিজের দল গড়ার ঘোষণা দিয়েছিলেন। সোমবার পূর্ব নির্ধারিত দিনে সেই দলের নাম প্রকাশ করেন হুমায়ূন। সমর্থকদের উদ্দেশে জানিয়ে দেন রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ১৩৫টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে তার দল। হুমায়ুন নিজে লড়াই করবেন রেজিনগর এবং বেলডাঙা থেকে।

সোমবার স্থানীয় সময় বেলা ১১টার সময় মুর্শিদাবাদের বেলডাঙার খাগরুপাড়া মোড়ে বিশাল জনসভা করেন হুমায়ুন। হলুদ, সবুজ এবং সাদা রঙের মিশেলে পতাকা উন্মোচন করেছেন, ইশতেহার প্রকাশ করেছেন। অবাক করে দিয়ে জনসভায় দলের প্রার্থীদের নামও ঘোষণা করে দিয়েছেন তিনি।

তবে জনতা উন্নয়ন পার্টির প্রতীক কী, তা এখনো জানাননি হুমায়ুন। তবে দলের সম্ভাব্য প্রতীক কী হতে পারে, তার ইঙ্গিত দিয়ে রেখেছেন হুমায়ুন। ২০১৬ সালে স্বতন্ত্র হিসেবে টেবিল প্রতীক নিয়ে লড়েছিলেন তিনি। সে কথা উল্লেখ করে হুমায়ুন জানিয়েছেন, নতুন দলের প্রতীক হিসাবে টেবিলই তার প্রথম পছন্দ।