১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সমঝোতার ভিত্তিতে ৩০০ আসনে প্রার্থী দেবে আট দল; ঘোষণা আসতে পারে রোববার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমঝোতার ভিত্তিতে ৩০০ আসনে প্রার্থী দেবে সমমনা আট দল। আগামী রোববার (২১ ডিসেম্বর) এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছে আট দলের নেতারা।

আট দলের নেতারা বলছেন, এখন প্রতি আসনে আলাদা প্রার্থী মনোনয়ন দিয়ে নির্বাচনী প্রচার চলছে। প্রার্থী চূড়ান্ত হলে এক আসনে এক প্রার্থীর পক্ষে আট দলের নেতাকর্মীরা কাজ করবেন।

জানা গেছে, ১৯ ডিসেম্বর আট দলের প্রধানদের বৈঠক রয়েছে। ওই বৈঠকে চূড়ান্ত হবে কোন আসনে, কোন দলের প্রার্থী চূড়ান্ত মনোনয়ন পাবেন। বৈঠকটি হওয়ার কথা ছিল গত ১৬ ডিসেম্বর। কিছু বিষয়ে সমঝোতা না হওয়ায় শীর্ষ নেতাদের বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে।

পাঁচ দাবিতে যুগপৎ আন্দোলন থেকে আট দলের ব্যানারে এক হওয়া দলগুলো হলো, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

গত ৯ ডিসেম্বর থেকে মিত্রদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে দফায় দফায় বৈঠক করছে জামায়াতের নেতারা। সূত্রের দাবি, শুক্রবারের বৈঠকে আসন নিয়ে সমঝোতায় পৌঁছাতে না পারলে চূড়ান্ত প্রার্থী ঘোষণা কিছুটা পিছিয়ে যেতে পারে।

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ গণমাধ্যমকে বলছেন, প্রার্থী বাছাই নিয়ে ৯ ডিসেম্বর থেকে কয়েকটি সভা হয়েছে। এসব সভায় কার, কোথায় শক্তিশালী প্রার্থী আছে, তা উঠে এসেছে। এখন তালিকা চূড়ান্ত করা হবে।

আগামী শনি-রোববারে চূড়ান্ত প্রার্থীর ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন আট দলের অন্যতম শরিক দল খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনূছ আহমাদ বলছেন, এর মধ্যে আট দলের মহাসচিব পর্যায়ে বৈঠক হয়েছে। সেখানে প্রার্থী বাছাই নিয়ে বিশদ আলোচনা হয়েছে। যে আসনে, যে দলের প্রার্থীর সম্ভাবনা বেশি, তাকেই চূড়ান্ত করা হয়েছে।

অন্যদিকে একাধিক দলের প্রার্থীর সম্ভাবনা রয়েছে, এমন কিছু আসনে এখনো সমঝোতা হয়নি। দ্রুতই এটি হয়ে যাবে।